আর্থিক প্রতারণার অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন একটি অনুষ্ঠানের উদ্যোগক্তা। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তেতেই সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করল ভারতের কেরলা পুলিশ।
শনিবার সানি লিওনের বক্তব্য রেকর্ড করে কেরেলার এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ জানিয়েছে, সানির বিরুদ্ধে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কো-অর্ডিনেটর, নাম আর শিয়াস কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০১৬ সাল থেকে মোট ৫টি অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি কিস্তিতে মোট ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন সানির ম্যানেজার। তবে ওই একটা অনুষ্ঠানেও যোগ দেননি সানি। অভিযোগের সঙ্গে শিয়াস অভিনেত্রীর সঙ্গে আর্থিক লেনদেনের নথিও পুলিসের কাছে জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই সানির সঙ্গে তিরুবন্তপুরমের পোভারে দেখা করেন এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁর বয়ান রেকর্ড করা হয়।
এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন সানি। তবে তাঁর সঙ্গে তিনি জানিয়েছেন প্রতারণা করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। অভিনেত্রীর কথায়, তিনি অনুষ্ঠানের জন্য ওই ইভেন্ট কোম্পানিকে একাধিক ডেট দিয়েছিলেন, তবে ওই একটা ডেটেও তাঁরা অনুষ্ঠানের আয়োজন করে উঠতে পারেননি। বারবার ডেট পরিবর্তন করা হয়েছে। কেরল পুলিস জানিয়েছে, এবিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পরই পদক্ষেপ করা হবে।