ডিভোর্স হওয়াই ফোন না তোলায় কয়েকদিন পর থেকে তাকে অশ্লীল এবং খুবই নোংরা মেসেজ পাঠাতে থাকেন অভিযুক্ত।
বিষয়টি খুবই বাড়াবাড়ি হওয়ায় গত সেপ্টেম্বরের ৮ তারিখে শ্রাবন্তী বাংলাদেশের হাই কমিশনের কাছে অভিযোগ জমা দেন।
শ্রাবন্তী তার অভিযোগ পত্রে লেখেন ” আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত।
এই ২৪ বছরে বাংলাদেশের বহু সিনেমায় অভিনয় করেছি আমি। সেখানকার মানুষের ভালোবাসা আমি পেয়েছি, বাংলাদেশের সংস্কৃতি খুবই সুন্দর।
কিন্তু সেখানকার ই কেউ যে এমন করবে এটা আমি ভাবিনি, গত কয়েক মাস ধরে আমাকে অশ্লীল মেসেজ করা হচ্ছে। এজন্যই আমি পদক্ষেপ নিতে বাধ্য হলাম। আশা করি এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে”।
শ্রাবন্তীর এই অভিযোগটি পাওয়ার পরে বাংলাদেশের পুলিশ সেই অভিযুক্ত যুবকটিকে বৃহস্পতিবার খুলনা থেকে গ্রেফতার করে। শ্রাবন্তীর বর রশোন ভারতের বাংলা সংবাদমাধ্যম News 18 কাছে ইন্টারভিউতে বলেন ‘দুই তিন মাস আগে থেকেই ফোনে নোংরা ম্যাসেজ আসছিল। অচেনা নাম্বার হাওয়াই তারা ম্যাসেজ টি খেয়াল করেননি এবং গুরুত্ব দেননি।
তবে সেটি খুবই বাড়াবাড়ি হওয়ায় তারা প্রথমে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান এবং তারাই প্রথম বলেন বাংলাদেশের হাই কমিশনের কাছে পুরো বিষয়টি জানাতে এবং অভিযোগ করতে। তাদের কথা মতোই তারা এই অভিযোগটি জমা দেন’।